আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

"আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না", এই বিষয়ে আকীদাহ কেমন হওয়া উচিত?

প্রশ্নঃ ২৬৫১৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। এই বিষয় নিয়ে অনেক আলেমরা নানা ভক্তব দিয়েছে। কেও কেও বলে এইটা কুফুরি আকিদা। এখন এ বিষয় নিয়ে একটু কোনফিউজ হইয়া গেছি। এ বিষয়এ কেমন আকিদা থাকার দরকার। বিসতারিত জানান। আর আগে এইটা আমি বিশ্বাস করতাম আমার কোনো গুনাহ হবে?

২৬ ডিসেম্বর, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


পৃথিবীর কোথায় কি ঘটছে? কোন গাছ থেকে কোন পাতাটি ঝরে পড়ছে? জমিনের গহীন অন্ধকারে ছোট বীজ কখন ফাটছে এবং তার ভিতর থেকে চারা অঙ্কুরিত হচ্ছে? এই সবই আল্লাহ তায়ালার পূর্বনির্ধারিত তাকদীর অর্থাৎ ভাগ্যলিপি অনুযায়ী হচ্ছে এবং সবই আল্লাহ তায়ালার জান্তে। আল্লাহর অনিচ্ছায় কোন কিছুই হয় না, হওয়া সম্ভব নয়।
অবশ্য পৃথিবীতে যেসব অন্যায় ঘটছে, সেগুলোতে আল্লাহর হুকুম থাকলেও আল্লাহর সন্তুষ্টি নেই।
এই বিষয়ে আকিদা কী রাখতে হবে তার নির্দেশিকা পেয়ে যাবেন কুরআনুল কারীমের এই আয়াতে-

وَعِنۡدَہٗ مَفَاتِحُ الۡغَیۡبِ لَا یَعۡلَمُہَاۤ اِلَّا ہُوَ ؕ وَیَعۡلَمُ مَا فِی الۡبَرِّ وَالۡبَحۡرِ ؕ وَمَا تَسۡقُطُ مِنۡ وَّرَقَۃٍ اِلَّا یَعۡلَمُہَا وَلَا حَبَّۃٍ فِیۡ ظُلُمٰتِ الۡاَرۡضِ وَلَا رَطۡبٍ وَّلَا یَابِسٍ اِلَّا فِیۡ کِتٰبٍ مُّبِیۡنٍ

আর তাঁরই কাছে আছে অদৃশ্যের কুঞ্জি। তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। স্থলে ও জলে যা-কিছু আছে, সে সম্পর্কে তিনি অবহিত। (কোনও গাছের) এমন কোনও পাতা ঝরে না, যে সম্পর্কে তিনি জ্ঞাত নন। মাটির অন্ধকারে কোনও শস্যদানা অথবা আর্দ্র বা শুষ্ক এমন কোনও জিনিস নেই যা এক উন্মুক্ত কিতাবে লিপিবদ্ধ নেই।
—আল আনআম - ৫৯

আল্লাহ তাআলা তার বান্দার কুফরি এবং কোন অন্যায় মোটেই পছন্দ করেন না। সে সম্পর্কে কুরআনুল কারীমে আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন-

اِنۡ تَکۡفُرُوۡا فَاِنَّ اللّٰہَ غَنِیٌّ عَنۡکُمۡ ۟ وَلَا یَرۡضٰی لِعِبَادِہِ الۡکُفۡرَ ۚ وَاِنۡ تَشۡکُرُوۡا یَرۡضَہُ لَکُمۡ ؕ وَلَا تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی ؕ ثُمَّ اِلٰی رَبِّکُمۡ مَّرۡجِعُکُمۡ فَیُنَبِّئُکُمۡ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ؕ اِنَّہٗ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ

তোমরা কুফর অবলম্বন করলে নিশ্চিত জেনে রেখ আল্লাহ তোমাদের কারও মুখাপেক্ষী নন। তিনি নিজ বান্দাদের জন্য কুফর পছন্দ করেন না। আর তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করলে, তিনি তোমাদের জন্য তা পছন্দ করবেন। কোনও বোঝা বহনকারী অন্য কারও বোঝা বহন করবে না। তারপর তোমাদের সকলকে তোমাদের প্রতিপালকের কাছেই ফিরে যেতে হবে। তখন তিনি তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। নিশ্চয়ই তিনি অন্তরের কথাও ভালোভাবে জানেন।
—আয্‌-যুমার - ৭

আল্লাহর "ইরাদাহ" ও "মাশিয়্যাত" তথা ইচ্ছার বাহিরে কেউ কোন কিছু কল্পনা করতে পারে না, কর্ম সম্পাদন করতে পারেনা। এই বিষয়ে আল্লাহ তা'আলা কুরআনুল কারীমে স্পষ্ট ঘোষণা দিয়েছেন-

وَمَا تَشَآءُوۡنَ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰہُ ؕ  اِنَّ اللّٰہَ کَانَ عَلِیۡمًا حَکِیۡمًا ٭ۖ

আর তোমরা ইচ্ছা করবে না, যাবৎ না আল্লাহ ইচ্ছা করেন এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
—আদ দাহ্‌র (আল-ইনসান) - ৩০

এবার সবগুলো আয়াতকে মিলিয়ে দেখুন।

১. আল্লাহর জানার বাহিরে কিছু নেই।
২. আল্লাহ ইচ্ছা না করলে মানুষ কোন কিছু ইচ্ছা করা অথবা তার বাস্তবায়ন করতে পারে না।
৩. মানুষের কুফরি এবং মন্দ কাজগুলো আল্লাহ পছন্দ করেন না।
সারাংশ দাঁড়ালো; আল্লাহর ইচ্ছার বাইরে পৃথিবীতে কিছুই হয় না। তবে মন্দ কাজগুলো আল্লাহ পছন্দ করেন না।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন